চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নেবে। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এ বছর মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি এবং প্রতিষ্ঠান সংখ্যা ৯ হাজার ৬৩টি।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
নিরাপত্তা ও প্রস্তুতি ব্যবস্থা
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার সময় প্রাকৃতিক দুর্যোগসহ সম্ভাব্য সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন সময়ে ফটোকপি দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ১০ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
পরীক্ষা কেন্দ্রগুলোর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি
বাংলা প্রথম পত্রের মাধ্যমে ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এছাড়া, পরীক্ষার তিন দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
এবারের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের ওপর ভিত্তি করে নেওয়া হবে এবং সব বিষয়ের পূর্ণ নম্বর ও পূর্ণ সময় বজায় রাখা হবে।
এসআর
মন্তব্য করুন: