রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ চূড়ান্ত করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষার্থীরা এ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন।
তবে ইউজিসির কর্মকর্তারা জানিয়েছেন, নামকরণ চূড়ান্ত হলেও আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হতে আরও পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে।
ফলে ২০৩১ সালের আগে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা নেই।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. জামাল উদ্দীন জানান, ইউজিসি চেয়ারম্যান সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ঘোষণা করেন।
এখন বিশ্ববিদ্যালয়টির জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংসদে পাস করার প্রক্রিয়া শুরু হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করতেই কয়েক বছর সময় লাগবে।
এদিকে, নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর আগে সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা পূর্বের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে চলবে। চলতি বছরও ঢাবির অধীনে অনার্সে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে, রোববার সকাল ১০টায় ইউজিসি অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তাদের বৈঠক শুরু হয়, যা বিকেল ৩টা পর্যন্ত চলে।
এসআর
মন্তব্য করুন: