[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ঢাবিতে ধর্ষণবিরোধী মঞ্চের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৫ ২:৫২ এএম

সংগৃহীত ছবি

ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’।

সংগঠনটি ধর্ষকদের দ্রুত আদালতে উপস্থাপনের দাবি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

রোববার (৯ মার্চ) রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণবিরোধী মঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

সংগঠনটি তাৎক্ষণিকভাবে দুইটি দাবি উত্থাপন করে—
১। ধর্ষণবিরোধী দ্রুত ট্রাইব্যুনাল গঠন।
২। ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

এ সময় তারা রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল বের করার ঘোষণা দেন। মিছিল শেষে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হবেন।

উমামা ফাতেমা বলেন, "আমরা ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আদালতে হাজির করার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি তাদের উপস্থাপন করা না হয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনের পথে যাব।"

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, "আইনশৃঙ্খলা রক্ষার জন্য যথেষ্ট ক্ষমতা থাকার পরও ধর্ষণ ও সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।"

শিক্ষার্থীরা দাবি করেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর