মাগুরায় আট বছরের এক শিশুর ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলের অংশ হিসেবে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দফা এক, দাবি এক—স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন।
ক্যাম্পাসজুড়ে মিছিল ছড়িয়ে পড়লে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরাও এতে যোগ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১টার দিকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বাড়ছে, কিন্তু অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হচ্ছে না। অনেকে গ্রেপ্তার হলেও তারা জামিনে মুক্ত হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করছে। তারা দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কার ও প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বেগম রোকেয়া হলের সামনে থেকে আরেকটি মশাল মিছিল বের হয়, যা ভিসি চত্বর প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শিক্ষার্থীরা বলেন, "আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস ঘটনার সাহস না পায়।
এসআর
মন্তব্য করুন: