দেশে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা
দেশে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীর।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন, যা ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রোকেয়া হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে শিশু থেকে বৃদ্ধা—কেউই ধর্ষকদের হাত থেকে নিরাপদ নয়। অপরাধীদের গ্রেপ্তার হলেও তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না, অনেক ক্ষেত্রে জামিনে মুক্ত হয়ে ফের স্বাভাবিকভাবে চলাফেরা করছে। তারা ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের কঠোর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এক শিক্ষার্থী বলেন, "আমরা চাই অপরাধীদের এমন শাস্তি হোক, যা ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও শাস্তি কার্যকরে বিলম্বের অবসান চাই।"
রোকেয়া হলের শিক্ষার্থী আবিদা সুলতানা পুষ্প বলেন, "আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার দ্রুত ও কার্যকর বিচার চাই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে তারা সমাজে মুক্তভাবে চলাফেরা করতে না পারে।"
শিক্ষার্থীরা দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এসআর
মন্তব্য করুন: