[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

হিজাব-নিকাব পরা ছাত্রীদের জন্য নতুন সিদ্ধান্ত ঢাবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৫ ২:৪০ এএম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব ও নিকাব পরা ছাত্রীদের ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে পরিচয় শনাক্তকরণের জন্য নতুন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রে নারী শিক্ষক, নারী কর্মকর্তা ও নারী কর্মচারীদের মাধ্যমে যাচাই করা হবে।

প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেওয়া হবে। এছাড়া, বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি আলোচনায় আসে বাংলা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী তাহমিনা আক্তার তামান্নার এক ফেসবুক পোস্টের পর। বৃহস্পতিবার সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর তিনি পোস্টে জানান, পরীক্ষার সময় এক শিক্ষক তাকে চেহারা দেখানোর কথা বলেন, যা তিনি প্রত্যাখ্যান করেন। পরে এক নারী শিক্ষিকা তার স্বাক্ষর গ্রহণ করেন।

তাহমিনা মনে করেন, অনেক শিক্ষার্থী এমন পরিস্থিতির সম্মুখীন হন, যার সমাধান প্রয়োজন।

এ বিষয়ে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তাহমিনা কয়েকটি দাবি উত্থাপন করেন। তার দাবিগুলো হলো:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত ও মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের চেহারা দেখে শনাক্ত না করে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হবে।
2. বায়োমেট্রিক ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত নারী শিক্ষকদের মাধ্যমে পরিচয় শনাক্তকরণের কার্যকর ব্যবস্থা নিতে হবে।
3. পূর্বে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নিতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এবং বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাবনা পরীক্ষা করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর