[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

৪০ বছর পর আশার আলো: এমপিওভুক্তির পথে ইবতেদায়ি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ১২:৪৩ পিএম

ফাইল ছবি

দীর্ঘ ৪০ বছর পর এমপিওভুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।

বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ তাঁর শেষ কর্মদিবসে এ সংক্রান্ত প্রস্তাবনায় স্বাক্ষর করেছেন।

এখন প্রধান উপদেষ্টার অনুমোদন পেলেই এক হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদরাসার ছয় হাজারের বেশি শিক্ষক এমপিওভুক্তির আওতায় আসবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এমপিওভুক্ত শিক্ষকদের জন্যও সুখবর দিয়ে গেছেন বিদায়ী উপদেষ্টা। তিনি জানিয়েছেন, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে বিদায়ী শিক্ষা উপদেষ্টাকে সংবর্ধনা ও নতুন উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের যোগদানের অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা হয়।

নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক সি আর আবরার দুপুরে সচিবালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বৈষম্য নিরসনের পদক্ষেপ

বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা একবারে দূর করা সম্ভব নয়, তবে শুরুটা করতে হবে। আমরা সেই পদক্ষেপ নিয়েছি।’

তিনি আরও জানান, শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার জন্য একটি তহবিল গঠনের কাজ শুরু হয়েছে, যা আগামী কয়েকটি বাজেটে আরও দৃঢ় হবে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম জানান, বিদায়ী উপদেষ্টার স্বাক্ষরের পর ফাইলটি প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই দ্রুত সময়ের মধ্যে এমপিও কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এই পদক্ষেপের ফলে ইবতেদায়ি শিক্ষকদের দীর্ঘদিনের আর্থিক অসংগতি ও বৈষম্যের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর