ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনের নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এর আগে, ৩ মার্চ হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগ নতুন নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বহাল রাখে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’-এর তৃতীয় গ্রুপের (ঢাকা-চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—
এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
এসআর
মন্তব্য করুন: