[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

কুয়েটে বিক্ষোভ মিছিল, শিক্ষার্থীদের হল না ছাড়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১:১০ এএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

তারা হল ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের দূর্বার বাংলা পাদদেশ থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবাসিক হল এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় তারা "হল ভ্যাকেন্ট মানি না, মানবো না", "সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিল কর", "রাজপথ আমাদের শেষ কথা"—এমন নানা স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হল বন্ধ করে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করার চেষ্টা করা হচ্ছে।

তারা হল ছাড়তে রাজি নন এবং প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

এর আগে, মঙ্গলবার কুয়েটের ৯৯তম সিন্ডিকেট সভায় নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পাশাপাশি, শিক্ষার্থীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য কুয়েট প্রশাসন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর