[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৪০ দিনের লম্বা ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৮ পিএম

ফাইল ছবি

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটি মিলিয়ে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে।

এছাড়া, আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র থাকবে, সেগুলোতে প্রায় ২ মাস ১০ দিনের ছুটি থাকবে।

শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, ২ মার্চ থেকে পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত চলবে।

২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সর্বশেষ ক্লাস ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী জানান, সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি নির্ধারিত হয়েছে এবং এটি সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ) নুরুল হক সিকদার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী কলেজগুলোতেও ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হবে। তবে এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর ছুটি আরও দীর্ঘ হবে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাস নিতে চায়, তাহলে তাতে কোনো বাধা নেই।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমান হোসাইন জানান, শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক দেওয়া হবে এবং শিক্ষকরা তা পর্যবেক্ষণ করবেন। তবে সরকারিভাবে ছুটির পরিবর্তন হলে সেটি সংশোধন করা হবে।

অন্যদিকে, অভিভাবক ঐক্য ফোরাম ২০ রমজান পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খানের কাছে স্মারকলিপি দেন।

জিয়াউল কবির দুলু জানান, শিক্ষার্থীদের কাছে এখনো সব পাঠ্যবই পৌঁছেনি, ফলে বিগত দুই মাসে নিয়মিত পড়াশোনা সম্ভব হয়নি। এর মধ্যে লম্বা ছুটি থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থা আরও দুর্বল হতে পারে। তাই অনলাইন ক্লাস চালুর দাবি জানিয়েছেন তারা।

শিক্ষাবিদদের একাংশ মনে করেন, দীর্ঘ ছুটির মধ্যে পড়াশোনার কার্যক্রম বজায় রাখতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিকল্প ব্যবস্থা নিতে হবে।

আপনার অনুরোধ অনুযায়ী নিউজটি মডিফাই করা হয়েছে। যদি আরও কোনো পরিবর্তন প্রয়োজন হয়, জানান।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর