শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. এহতেসাম উল হককে অপসারণ করা হয়েছে।
নিয়োগের মাত্র ২০ দিন পর তাকে সরিয়ে দেওয়া হলো।
একই দিনে নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে কর্মরত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন আদেশে বলা হয়েছে, এটি কেবল চলতি দায়িত্ব, কোনো পদোন্নতি নয়। পরবর্তীতে নিয়মিত পদোন্নতির মাধ্যমে নতুন মহাপরিচালক নিয়োগ পেলে এই আদেশটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
এর আগে, ২ ফেব্রুয়ারি ড. এহতেসাম উল হককে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর শিক্ষক-কর্মচারীরা তার অপসারণের দাবিতে আন্দোলনে নামেন।
১২ ফেব্রুয়ারি আন্দোলনকারীরা শিক্ষা ভবন ঘেরাও করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। সাত দিন পর নতুন মহাপরিচালক নিয়োগের মাধ্যমে সেই দাবি পূরণ হলো।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অধ্যাপক নেহাল আহমেদের চুক্তি বাতিল করা হয়।
এরপর অধ্যাপক এ বি এম রেজাউল করীম এবং অধ্যাপক ড. একিউএম শফিউল আজম পর্যায়ক্রমে রুটিন দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ২০ জানুয়ারি দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. মো. এহতেসাম উল হককে সরিয়ে এবার দায়িত্ব পেলেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।
এসআর
মন্তব্য করুন: