খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে বুধবার দুপুর দেড়টার দিকে তারা ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ৯৮তম সিন্ডিকেট সভা বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ক্যাম্পাসের পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়।
পরবর্তীতে বেলা সাড়ে ১১টায় এক জরুরি সিন্ডিকেট সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়, যেখানে উপাচার্য মেডিকেল সেন্টারে অবরুদ্ধ থাকায় অনলাইনের মাধ্যমে যুক্ত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রার।
বুধবার কুয়েটে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, আর কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তে দেখা গেছে।
এর আগে, মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।
তারা বুধবার দুপুর ১টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দেন এবং দাবি মানা না হলে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন।
মঙ্গলবার কুয়েটে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যা দুপুর থেকে বিকাল পর্যন্ত চলতে থাকে।
এতে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: