[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম কুয়েটে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১:৫৩ এএম

ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায় স্বীকার করে ক্ষমা চাওয়া ও উপাচার্যসহ প্রশাসনের সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।

দাবি পূরণ না হলে আগামীকাল বুধবার দুপুর ১টার পর থেকে কুয়েটের সকল ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার রাতে কুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মদদে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

তারা দাবি করেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে কুয়েট প্রশাসনকে হত্যাচেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং দোষীদের বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করতে হবে।

এছাড়া, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান।

তারা বলেন, কুয়েটের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না—এ মর্মে প্রশাসনকে আনুষ্ঠানিক নির্দেশনা দিতে হবে।

এ নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হবে এবং হামলায় আহতদের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা নাম প্রকাশ করতে চাননি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর