[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

আগামীর বিশ্ব গতিশীল ও বহুমাত্রিক: গ্রিন ইউনিভার্সিটি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৩:০১ এএম

ফাইল ছবি

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেছেন, আগামীর বিশ্ব অত্যন্ত গতিশীল ও বহুমাত্রিক হতে যাচ্ছে, যেখানে নতুন চ্যালেঞ্জের পাশাপাশি অসীম সুযোগ ও সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "সাইবার প্রযুক্তির দ্রুত অগ্রগতি, ৫-জি শিল্পবিপ্লব, আধুনিক যোগাযোগ ব্যবস্থার উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চ্যাটজিপিটির মতো প্রযুক্তিগুলোর সঙ্গে খাপ খাইয়ে আমাদের এগিয়ে যেতে হবে।"

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সমাজের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ইলিনয়স স্টেট ইউনিভার্সিটির ডিসটিংগুইশড প্রফেসর এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ।

তিনি বলেন, "সমাবর্তনের মাধ্যমে শুধু এক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং নতুন চ্যালেঞ্জ গ্রহণের যাত্রা শুরু হচ্ছে। গ্রাজুয়েটদের কর্মজীবনে সাফল্যের জন্য নিজেদের দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগাতে হবে।"

সমাবর্তনে মোট ৪,১২৯ জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে পাঁচজনকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ১০ জনকে ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়।

গ্রিন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, "আমাদের গ্রাজুয়েটরা ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।

এআই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয় চালু করার পর, আগামীতে ফার্মেসি ও আর্কিটেকচারের মতো বিষয়ও সংযোজনের পরিকল্পনা রয়েছে।"

উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, "উচ্চশিক্ষা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে গ্রিন ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের লক্ষ্য, এমন গ্রাজুয়েট তৈরি করা যারা গর্বের সঙ্গে দেশকে সারাবিশ্বে প্রতিনিধিত্ব করবে।"

সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর