[email protected] সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৫৯ পিএম

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমবঞ্চিত সংঘের সদস্যরা ভালোবাসা দিবসে ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল করেছেন।

‘তুমি কে, আমি কে? বঞ্চিত, বঞ্চিত’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদের ভাষ্য
সমাবেশে প্রেমবঞ্চিত সংঘের সদস্যরা জানান, এই কর্মসূচি তারা গত ৯ বছর ধরে পালন করে আসছেন।

সমাজে প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে বৈষম্য রয়েছে, যা দূর করা দরকার। তারা বলেন, “আমরা প্রেমের বিরুদ্ধে নই, তবে ভালোবাসার নামে বৈষম্য চাই না।

আমরা চাই সমতা, আর সে কারণেই ভালোবাসা দিবসে আমাদের এই কর্মসূচি।”

বিক্ষোভ মিছিল
সমাবেশ শেষে প্রেমবঞ্চিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পরিবহন মার্কেট থেকে শুরু হয়ে সেন্টার লাইব্রেরি, পারিস রোড হয়ে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়।

এটি রাবির প্রেমবঞ্চিত সংঘের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর