[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স তিন বছরে নেমে আসছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৫০ পিএম

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্সের মেয়াদ কমিয়ে তিন বছর করার পরিকল্পনা নিয়েছে সরকার।

এতে শিক্ষার্থীরা দ্রুত উচ্চশিক্ষা সম্পন্ন করে কর্মসংস্থানে প্রবেশের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

রোববার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম

তিনি বলেন, “চার বছরের অনার্স কোর্স তিন বছরে সম্পন্ন করা হবে। বাকি এক বছর শিক্ষার্থীদের জন্য ডিপ্লোমা ও কারিগরি শিক্ষার সুযোগ রাখা হবে।

ফলে, তারা একই সঙ্গে অনার্স ও ডিপ্লোমার সার্টিফিকেট পাবেন, যা কর্মক্ষেত্রে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে।”

তিনি আরও বলেন, “এতে শিক্ষার্থীদের অনার্স ডিগ্রির স্বপ্নও পূরণ হবে এবং একই সঙ্গে চাকরির বাজারে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জন করা সহজ হবে। এটি একটি নতুন ও কার্যকর উদ্যোগ হতে যাচ্ছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কবিরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর