[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

মাউশি ডিজির পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও, তালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ৫:৪৩ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ৫:৪৪ পিএম

ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. এহতেসাম উল হকের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে শিক্ষকদের একটি অংশ শিক্ষা ভবন ঘেরাও করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আব্দুল গনি রোডে মাউশি ভবনের সামনে শতাধিক শিক্ষক-কর্মচারী বিক্ষোভ মিছিল শুরু করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সদ্য পদায়ন পাওয়া মহাপরিচালক অধ্যাপক ড. এহতেসাম উল হককে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

বিক্ষোভের সময় শিক্ষা ভবনের গেটে তালা দেওয়া হয় এবং ভবনটি ঘেরাও করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এহতেসাম উল হককে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ দেওয়া হয়।

এরপর থেকেই শিক্ষকদের একটি অংশ তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর