[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

৬৫৩১ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল: হাইকোর্ট

সাইদুর রহমান

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগের সরকারি সিদ্ধান্ত বাতিল করলো হাইকোর্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগপত্র প্রদান বাতিল করেছে হাইকোর্ট।

 

বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন।

রায়ের পর আদালত কক্ষের বাইরে শত শত সুপারিশপ্রাপ্ত শিক্ষক বিক্ষোভ শুরু করেন।

 

এর আগে গত ১৯ নভেম্বর হাইকোর্ট এই নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে কোটাভিত্তিক নিয়োগের নির্দেশ দিয়েছিলেন।

 

গত বছরের ৩১ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর