সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ৭ দিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়ার আশ্বাস পেয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন।
সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন বন্ধ করেন।
এ সময়, অনশনরত এক শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করাতে দেখা যায় কলেজের অধ্যক্ষকে।
এ পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে, তাদের দীর্ঘদিনের দাবির প্রতি সরকার ইতিবাচক মনোভাব গ্রহণ করবে।
এসআর
মন্তব্য করুন: