[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ, আনা হয়েছে জলকামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ৯:৫৪ পিএম

ফাইল ছবি

মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

তাদের এই আন্দোলনের ফলে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। অবরোধের কারণে নোয়াখালী অভিমুখী উপকূল এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফিরে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের চারপাশে পুলিশ ঘিরে রেখেছে, এবং আমতলী মোড়ের জলকামানটিও প্রস্তুত রাখা হয়েছে।

দেখা গেছে, রেল লাইনের ওপর ২০-৩০ জন শিক্ষার্থী বসে আছেন, আর আরও শতাধিক শিক্ষার্থী তাদের পাশে দাঁড়িয়ে আছেন। পুলিশের ডিবি, বিজিবি এবং এবিবিএন সদস্যরা তাদের চারপাশে অবস্থান নিয়েছে। জলকামানটি রেলগেটের কাছে দাঁড় করানো হয়েছে।

এ আগে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা মহাখালী রেলপথ অবরোধ করেন। তাদের আন্দোলনের কারণে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার উপকূল এক্সপ্রেস রেলগেটের কাছে পৌঁছেই থেমে যায়। পরে, ট্রেনের চালক রেলকর্মীদের সংকেত পেয়ে ধীরে ধীরে ট্রেন থামান।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষামন্ত্রণালয়ও এর পরিপ্রেক্ষিতে একটি বিশেষ কমিটি গঠন করেছিল। তবে সম্প্রতি, এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় ২৯ জানুয়ারি থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ নানা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর