[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

মহাখালী রেলক্রসিং অবরোধ তিতুমীর কলেজের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩৪ পিএম

ফাইল ছবি

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং অবরোধ করেছেন, যার ফলে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেলপথে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটকে পড়ে।

ট্রেনটির লোকোমাস্টার লতিফ জানান, উপকূল এক্সপ্রেস ৩টা ২৫ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসে এবং ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে চলছিল।

তিনি দূর থেকেই রেলগেটে লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পান এবং দ্রুত গতিনিয়ন্ত্রণ করে ট্রেন থামাতে সক্ষম হন। তবে এতে কোনো বড় ধরনের সমস্যা হয়নি। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন, যার ফলে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বিকেল ৩টার দিকে আন্দোলনকারীদের একটি মিছিল মহাখালী আমতলী হয়ে রেলক্রসিং এলাকায় গিয়ে রেলপথ অবরোধ করে।

এই অবরোধের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর