[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

বিবৃতি প্রত্যাখ্যান, তিতুমীর শিক্ষার্থীদের অনশন চলবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫ ৯:৫৩ পিএম

ফাইল ছবি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তারা জানিয়েছেন, আমরণ অনশনসহ আন্দোলন চালিয়ে যাবেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে আলী আহমদ এ ঘোষণা দেন।

তবে বিশ্ব ইজতেমার কারণে সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত আন্দোলন সাময়িকভাবে শিথিল থাকবে বলে জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়, ঢাকার সাত কলেজ নিয়ে পৃথক একটি বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন। এর অংশ হিসেবে তিতুমীর কলেজের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বিবৃতিতে আন্দোলনকারীদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে বলা হয়, "জনদুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়—এমন কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।"

এছাড়া ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি সাত কলেজের উন্নয়ন এবং সম্ভাব্য পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে কাজ করছে বলে জানানো হয়। ইতোমধ্যে এই কমিটি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করছে।

শিক্ষার্থীদের অবস্থান

তবে আন্দোলনকারীরা এই বিবৃতিকে আশ্বাস হিসেবে দেখে প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন কর্মসূচি চলবে।

সড়ক অবরোধ ও লাগাতার আন্দোলনের ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়লেও শিক্ষার্থীরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর