রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন, যার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, বুধবার বিকেল ৫টার পর থেকে শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ শিরোনামে ব্যানার টাঙিয়ে অবস্থান নেন। আন্দোলনকারীদের সাত দফা দাবির মধ্যে অন্যতম হলো—
গণিত বিভাগের শিক্ষার্থী এফ রায়হান বলেন, “তিতুমীর কলেজের ৩৫ হাজার শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করা এবং ঢাকা উত্তরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন আজ সময়ের দাবি।”
এদিকে, শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে ‘শাটডাউন তিতুমীর’ কর্মসূচির মাধ্যমে তাদের দাবির পক্ষে অবস্থান নিয়েছেন।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনকারী সংগঠন ‘তিতুমীর ঐক্য’র নেতা আমিনুল ইসলাম বলেন, “সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিলের ফলে এসব কলেজ প্রশাসনিকভাবে অস্পষ্ট অবস্থায় পড়েছে।
তবে আমরা তিতুমীর কলেজের বিশ্ববিদ্যালয় মর্যাদা আদায়ে অনড় রয়েছি। দাবি না মানলে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।”
শিক্ষার্থীদের দাবি ও আন্দোলন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এসআর
মন্তব্য করুন: