[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ঢাকা কলেজের সামনে দিয়ে ঢাবির বাস চলাচল বন্ধের হুমকি সাত কলেজের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫ ১:৫৬ এএম

ফাইল ছবি

ঢাকা কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুঈনুল ইসলাম জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস ঢাকা কলেজের সামনে দিয়ে চলতে দেওয়া হবে না, যদি ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন।

তিনি বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবির শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থার জন্য এই প্রো-ভিসিই দায়ী।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে মুঈনুল ইসলাম এ হুঁশিয়ারি দেন।

মুঈনুল বলেন, “সাত কলেজকে ঢাবি অধিভুক্তি থেকে বাতিল করার সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। তবে আমাদের পাঁচটি দাবি এখনও মানা হয়নি।

এছাড়া, আমাদের সহপাঠী মোহাম্মদ রাকিবকে নির্মমভাবে হত্যার ঘটনায় নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন উদ্দীনসহ অন্যরা জড়িত। ওসি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আমরা থানা ঘেরাও করব।”

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘অশোভন আচরণ’ করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা ঢাবির প্রো-ভিসির বাসভবনের দিকে রওনা দেন।

নীলক্ষেত মোড়ে পৌঁছালে ঢাবির শিক্ষার্থীদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টাধাওয়া এবং উত্তেজনার মধ্যে পরিস্থিতি আরও গুরুতর রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার (২৭ জানুয়ারি) ঢাবি ভিসি ও সাত কলেজের অধ্যক্ষদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাত কলেজকে ঢাবি থেকে পৃথক করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
এদিকে, মোহাম্মদ রাকিবের ওপর হামলার সুষ্ঠু বিচার ও দাবি পূরণের আশ্বাস না পেলে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর