বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাবির অধীনে হবে না।
আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের লাউঞ্জে ঢাবি প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ৭ কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি প্রক্রিয়া এবং অন্যান্য বিষয়গুলো ভবিষ্যতে সংশ্লিষ্ট কলেজগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
এসআর
মন্তব্য করুন: