রেলওয়ের রানিং স্টাফদের ডাকা কর্মবিরতির কারণে আজ সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
রানিং অ্যালাউন্সসহ অন্যান্য সুবিধা নিয়ে জটিলতা নিরসনে ব্যর্থ হওয়ায় তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি জানিয়েছে, মধ্যরাত ১২টা থেকে তাদের কর্মবিরতি শুরু হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, “আমাদের দাবি পূরণ না হলে আমরা কর্মসূচি থেকে সরে দাঁড়াব না। এবার আর মৌখিক আশ্বাসে কাজ হবে না, আদেশ পেলেই সিদ্ধান্ত বদল হবে।”
এ পরিস্থিতিতে যাত্রীরা উদ্বেগে পড়েছেন। ইতোমধ্যে ২৮ জানুয়ারির বেশিরভাগ ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। অনেক যাত্রী, বিশেষ করে যারা দূরপাল্লার ভ্রমণের পরিকল্পনা করেছেন, বিপাকে পড়েছেন।
মিনহাজুর রহমান নামের এক যাত্রী জানান, “কক্সবাজার ভ্রমণের জন্য টিকিট কেটেছি, হোটেল বুকিংও দেওয়া হয়েছে। ট্রেন বন্ধ হলে কীভাবে যাব, জানি না।”
রেলওয়ে সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী রানিং স্টাফদের নির্দিষ্ট সময়ের বিশ্রাম ও মাইলেজ ভাতা দেওয়ার বিধান রয়েছে।
তবে ২০২১ সালের নভেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে মাইলেজ সুবিধা সীমিত করে তা সর্বোচ্চ ৩০ কর্মদিবসের সমান করা হয়। একইসঙ্গে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক ভাতা প্রদানের নিয়ম বাতিল করা হয়।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রানিং স্টাফরা কর্মবিরতির সিদ্ধান্ত নেন। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
ট্রেন চলাচল বন্ধ হলে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: