এর আগে রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের দিকে অগ্রসর হন।
ঢাবি-সাত কলেজ সংঘর্ষে হাজির হাসনাত, শিক্ষার্থীদের ‘ভুয়া’ স্লোগানে বিতর্কি
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সংঘর্ষস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
তবে তার এই প্রচেষ্টা উল্টো বিতর্ক তৈরি করে।
রবিবার রাত সাড়ে ১২টার দিকে নীলক্ষেত এলাকায় উপস্থিত হন হাসনাত। ঢাবি এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে মধ্যস্থতা করতে গিয়ে তিনি তোপের মুখে পড়েন।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা তার সঙ্গে কথা বলতে রাজি না হয়ে তাকে ‘ভুয়া’ বলে স্লোগান দেন। এছাড়া তাকে উদ্দেশ করে ‘এসেছে রে এসেছে- ফুটেজখোর এসেছে’ বলেও কটাক্ষ করেন।
পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে হাসনাত সংঘর্ষস্থল ছেড়ে ঢাবি ক্যাম্পাসে ফিরে যান।
এর আগে রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের দিকে অগ্রসর হন
ঢাবি শিক্ষার্থীরা স্যার এ এফ রহমান হলের সামনে অবস্থান নেন এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সংঘর্ষ চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজন আহত হন বলে জানা গেছে।
এদিকে হাসনাত আবদুল্লাহকে ঘিরে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে শিক্ষার্থীদের তাকে ‘ভুয়া’ বলে সমালোচনা করতে দেখা যায়।
ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন এই ভিডিওটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে মন্তব্য করেন, “বিখ্যাত সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকেই তার সহযোদ্ধারা ভুয়া বলে অপমান করছে। প্রটেকশন না পেলে মনে হয় মার খেতো।”
ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
এসআর
মন্তব্য করুন: