[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

৭ কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি, ৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫ ১:০৭ পিএম
আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১:২১ পিএম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর, সাত কলেজের শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি তুলে ধরেছেন।

তারা আগামী চার ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদের পদত্যাগ এবং ২৪ ঘণ্টার মধ্যে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে গঠন করার রূপরেখা প্রণয়নের আল্টিমেটাম দিয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হলো:
১. সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।
২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের ওপর হামলা এবং পুলিশের হামলার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের (এসি, ওসি) প্রত্যাহার করে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে।
৩. ঢাবি শিক্ষার্থীদের দ্বারা ইডেন ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য ও আচরণের ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সম্পর্ক চূড়ান্তভাবে ছিন্ন করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।
৫. শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে একটি তাৎক্ষণিক বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে।
৬. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিটি করপোরেশনের রাস্তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, দাবি না মানলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর