[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ঢাবির উপ-উপাচার্যের দুঃখ প্রকাশ ও ধৈর্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫ ২:২১ এএম

ফাইল ছবি

নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি সকল শিক্ষার্থীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার পর এক ভিডিও বার্তায় অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, "সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত।"

তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি, পারস্পরিক আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে এই ভুল-বোঝাবুঝির অবসান সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমিত করতে সকল পক্ষের ধৈর্য ধারণ করা প্রয়োজন।"

উল্লেখ্য, রোববার রাতে ঢাবি ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ড. মামুন আহমেদের বার্তাটি পরিস্থিতি শান্ত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর