[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫ ২:১২ এএম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার (২৭ জানুয়ারি) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে।

রাত ১টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করে ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, “চলমান পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক।

এমন পরিস্থিতিতে আমরা সোমবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি আরও জানান, সোমবার দুপুরে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

আমরা আশা করছি, আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে,” বলেন ঢাবি প্রক্টর।

উল্লেখ্য, রোববার রাতে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাবি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তকে পরিস্থিতি স্বাভাবিক করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর