[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

জরুরি সভা ডেকেছে ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫ ১২:৫২ এএম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা ডেকেছে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয়ের সংলগ্ন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

রোববার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম খান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে এই জরুরি সভার আয়োজন করা হয়েছে।

সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষগণ উপস্থিত থাকবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর