সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন শিক্ষকরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এই সমাবেশে ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষকরা এসে জড়ো হন। শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরেন। তাদের কণ্ঠে শোনা যায়—
শিক্ষকদের বক্তব্য
সুনামগঞ্জ থেকে আসা বড়ুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন বলেন, “আমরা শিক্ষক সমাজ। আমাদের তৃতীয় শ্রেণিতে রেখে দেশ গড়া সম্ভব নয়। আমাদের দ্বিতীয় শ্রেণি দেওয়া প্রয়োজন।"
শিক্ষকদের দাবি, তাদের বর্তমান বেতন স্কেল ১৩তম গ্রেডে সীমাবদ্ধ, যা ১১ হাজার টাকা বেসিক বেতন নির্ধারণ করে। দশম গ্রেডে উন্নীত হলে তাদের বেসিক বেতন দাঁড়াবে ১৬ হাজার টাকা।
শিক্ষকরা বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়ন অপরিহার্য। দশম গ্রেড বাস্তবায়ন তাদের দীর্ঘদিনের দাবি, যা শিক্ষকদের সম্মান এবং পেশাগত মর্যাদা বৃদ্ধি করবে।
সমাবেশে শিক্ষকরা তাদের দাবির প্রতি সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: