[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

পরীক্ষা না দিয়েও পাস ছাত্রলীগ নেত্রী, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫ ৫:১৫ পিএম
আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ৫:১৬ পিএম

ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ হওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঐশী গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তানজিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ডিসেম্বর মাসের ২ তারিখ গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঐশী সেই পরীক্ষায় উপস্থিত ছিলেন না।

কিন্তু ফলাফল প্রকাশের পর তার নামও উত্তীর্ণ তালিকায় দেখা যায়। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা শুরু হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তে উদ্যোগী হয়।

প্রসঙ্গত, সুরাইয়া ইয়াসমিন ঐশী বেরোবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তবে, ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেত্রী শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কোনো শিক্ষার্থী পরীক্ষা না দিয়ে কিভাবে উত্তীর্ণ হতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের ঘটনা সত্য প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর