[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

সমন্বয়কদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ইবিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫ ১:২৩ পিএম
আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১:২৯ পিএম

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে এসবি পরিবহনের একটি বাসের সুপারভাইজারের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

এ নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বাসটি আটক করলে পরে সেখানে ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটে।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। একপর্যায়ে রাত দেড়টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে বাসটি ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, জিওগ্রাফি বিভাগের ১৩ জন শিক্ষার্থী কুষ্টিয়া শহরের কাউন্টার থেকে এসবি পরিবহনের বাসে ওঠেন। কিছুক্ষণ পর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ জন শিক্ষার্থী বাসে উঠলে বাসের সুপারভাইজার কাউন্টারে কথা বলা শিক্ষার্থীদের বাইরে অন্যদের নামতে বলেন।

এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের বন্ধুদের ডেকে বাসটি প্রধান ফটকের সামনে আটক করেন।

পরে ওই বাস ছাড়াও এসবি পরিবহনের আরেকটি বাস কিছুক্ষণ আটক রাখা হয়। তবে অসুস্থ ও বিদেশি যাত্রী থাকায় সেটি ছেড়ে দেওয়া হয়। এ সময় মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আহত হন।

আহত মোস্তাফিজুরের অভিযোগ, বাস আটক করার সময় অজ্ঞাত এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে তার পা কেটে যায়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, মোস্তাফিজ বাসের দরজার গ্লাসে লাথি দেওয়ার ফলে তার পা কেটে যায়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের চিকিৎসক ডা. রবিউল ইসলাম বলেন, “আঘাতটি তেমন গুরুতর নয়। গ্লাস বা ধারালো কিছুতে এমন কাটা হতে পারে।”

আহতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোস্তাফিজুরের কিছু বন্ধু বাসে ইট ছুড়ে ভাঙচুর চালায়। বাসের সামনের গ্লাস ভেঙে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “একদল শিক্ষার্থী বাসে ইট ছুড়তে শুরু করে। আমরা বাধা দিলে তারা আমাদের ওপর চড়াও হয়। পরে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি শান্ত করেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বাস ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর