রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর এবং শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শওকাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
সিদ্ধান্তসমূহ:
১. আইনগত ব্যবস্থা:
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ১৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে আছেন:
পোমেল বড়ুয়া, শামীম মাহফুজ, ধনঞ্জয় কুমার টগর, গ্লোরিয়াস (ফজলে রাব্বি), বাবুল, বিধান, তানভীর, আদুল্লাহ আল নোমান খান, রিফাত, ফারহাদ হোসেন এলিট, মোমিনুল, আরিফুজ্জামান ইমন, গাজীউর, শাহিদ হাসান, মামুন।
২. দুই সেমিস্টার বহিষ্কার:
৩৩ শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো:
সেজান আহমেদ (আরিফ), আরাফাত রহমান আবির, আবু সালেহ নাহিদ, ইমরান চৌধুরী আকাশ, কফি আনান মান্নান, উজ্জ্বল মিয়া, সাখাওয়াত হোসেন, মো. মুসান্না-বিন-আহমেদ প্রমুখ।
৩. এক সেমিস্টার বহিষ্কার:
২৩ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে আছেন:
মো. হাসানুজ্জামান সৌমিক, সুদিপ্ত সরকার বাঁধন, কোমল দেবনাথ, এস এম লাবু ইসলাম, দেবাশীষ কুমার রায়, তপন চৌধুরী, শফিউল আযম সম্রাট প্রমুখ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান মিয়ার বিরুদ্ধে অভিযোগকারীরা অভিযোগ প্রত্যাহার করায় তিনি শাস্তির আওতা থেকে বাদ পড়েছেন।
ভিসি প্রফেসর ড. শওকাত আলী বলেন, “তথ্য অনুসন্ধান কমিটি ৭২ জনের তালিকা দিয়েছিল। সেই অনুযায়ী শৃঙ্খলা বোর্ড তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বহিষ্কার শিক্ষার্থীদের বিরুদ্ধে পরবর্তী সময়ে আরও তদন্ত চলবে।”
এই বহিষ্কার ও শাস্তির বিষয়টি নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: