protidinerbangla22@gmail.com মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
১ বৈশাখ ১৪৩২

ভারতে যাওয়ার পথে ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫ ৭:২৯ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ৭:৩১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে।

তারা মাগুরা সদরের বাসিন্দা স্বপন পান্ডের সন্তান।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, সন্দেহের ভিত্তিতে সুস্মিতাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে নিজের পরিচয় নিশ্চিত করেন।

তিনি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, “সুস্মিতা এবং তার ভাই সত্যজিতকে ইমিগ্রেশন পুলিশ আটক করে থানায় সোপর্দ করেছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাদের ঢাকার নিউ মার্কেট থানার কাছে হস্তান্তর করা হবে।”

আটককৃতদের বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর