[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

তিন দফা দাবিতে জবির শিক্ষার্থীদের অনশন, ১২ জন অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫ ১:৫৭ এএম

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার রাত ৯টার দিকে শিক্ষার্থী তানজিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

একই সময় আরও কয়েকজন অসুস্থ হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অবস্থায় কয়েকজনকে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

জবির মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার মো. রাকিব হোসেন বলেন, "তানজিলের রক্তচাপ অনেক কমে গিয়েছিল এবং দুপুর থেকে প্রস্রাবও হয়নি। তার শরীরে পানিশূন্যতা দেখা দেয়ায় স্যালাইন দিয়ে চিকিৎসা চলছে।

এর আগে রোববার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তিন দফা দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো:

১. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি দ্রুত সম্পন্ন করতে হবে।


২.বাণী ভবন এবং ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের নির্মাণকাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে।


৩. আবাসন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের দাবি পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর