[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ডিআরইউ'র সাংগঠনিক সম্পাদক তুহিনকে সংবর্ধনা দিল ইরাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫ ১১:৫৩ এএম

সম্মাননা গ্রহণ্ করছেন আবদুল হাই তুহিন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিনকে সংবর্ধনা দিল শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ১১ সদস্য বিশিষ্ট ইরাবের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক আজিজুল পারভেজ।

এর আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। 

পরে ঢাকা রিপোর্টাস ইউনিটির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচত হওয়া সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন কে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

তুহিন এর আগে ডিআরইউ'র তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে পেশাগত কাজে তিনি ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, মালদ্বীপ, সৌদি আরব, দুবাই, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নেপাল ভ্রমণ করেন।
ছোট বেলা থেকে লেখালেখির প্রতিও প্রবল আগ্রহ সাংবাদিক নেতা আবদুল হাই তুহিনের। ২০০৫ সালে 'নীল নয়না' নামে তার কবিতার বই প্রকাশিত হয়।

প্রসঙ্গত, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আকতারুজ্জামান আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক সেলিম আহমেদ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর