[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

ইরাবের সভাপতি আকতারুজ্জামান, সম্পাদক সেলিম আহমেদ

সাইদুর রহমান

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৫ ৬:২৪ পিএম
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ৮:০২ পিএম

ছবিঃ নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আকতারুজ্জামান। সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক সেলিম আহমেদ।

রাজধানীর একটি হোটেলে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষা সাংবাদিক আজিজুল পারভেজ।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে সংবাদ এর সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার রাহুল শর্মা, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক, অর্থ সম্পাদক সময় টিভির সিনিয়র রিপোর্টার আতাউর রহমান, দপ্তর সম্পাদক পদে বিডি নিউজের রুম্মান তুর্য নির্বাচিত হন।

 

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য, বাহান্ন নিউজ সম্পাদক বিভাস বাড়ৈ, সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবদুল হাই তুহিন ও ব্রেকিং নিউজের সিনিয়র রিপোর্টার এসএম আতিক।

 

এর আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি অভিজিৎ ভট্টাচার্য।

 

 

পরে ঢাকা রিপোর্টাস ইউনিটির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়া সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন এবং সদস্য নির্বাচিত হওয়ায় আকতারুজ্জামানকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর