চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ঈদুল আজহার পর শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে পরীক্ষার রুটিন প্রস্তুতির কাজ চলছে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার জানান, জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে।
রুটিনের খসড়া তৈরির কাজ চলছে এবং চলতি মাসের তৃতীয় সপ্তাহে এটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২ মার্চ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। এর আগে, কলেজগুলোকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। এরপর পরীক্ষার্থীদের ফরম পূরণ প্রক্রিয়া শুরু হবে।
২০২৪ সালের ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও আন্দোলনের কারণে তা মাঝপথে স্থগিত হয়। পরবর্তী সময়ে ৫ আগস্ট সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হলেও পরীক্ষার্থীরা নম্বর বিবেচনায় ফল প্রকাশের দাবি জানায়।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ১৫ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
নতুন সূচি অনুযায়ী, এবারের পরীক্ষা সম্পূর্ণরূপে আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এসআর
মন্তব্য করুন: