[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদকে নিয়ে তথ্য বিভ্রান্তি, এনসিটিবি তদন্তের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫ ৫:২৪ পিএম

ফাইল ছবি

নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ইংরেজি বইয়ের ‘গ্রাফিতি’ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে ২০১৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন।

তবে একই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ‘আমাদের নতুন গৌরবগাথা’ অধ্যায়ে মৃত্যুর সঠিক তারিখ, অর্থাৎ ১৬ জুলাই দেওয়া রয়েছে।

২০১৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন।

গুলিবিদ্ধ অবস্থায় রাজপথে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা তার একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ক্ষোভের সঞ্চার হয়। সেই আন্দোলন পরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রূপ নেয়।

ঢাকার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “এটি একটি নির্মম ভুল। আবু সাঈদের শহীদ হওয়ার তারিখ নিয়ে এমন বিভ্রান্তি থাকা উচিত নয়। এটি লেখকদের অসংগতিরই প্রমাণ।

বিষয়টি নিয়ে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিভ্রান্তি থাকলে তা দ্রুত সংশোধন করা হবে।”

শিক্ষাবিদরা বলছেন, পাঠ্যবই প্রণয়নে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের অভাবের কারণেই এমন ভুল হয়েছে। তারা দ্রুত এ ধরনের ভুল সংশোধনের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার্থীরা সঠিক তথ্য পায়।

এ ঘটনায় এনসিটিবির কার্যক্রম ও পাঠ্যপুস্তকের মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর