বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে।
শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এসএম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খান, এবং সাংগঠনিক সম্পাদক কাজী আশিক।
বৃহস্পতিবার রাত ৯টায় শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এসএম ফরহাদ শাখা সভাপতি নির্বাচিত হন।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রীয় সভাপতি নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন এবং শপথ পাঠ করান।
সভাপতি নির্বাচনের পর সদস্যদের লিখিত পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খানকে সেক্রেটারি এবং কাজী আশিককে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। নবনির্বাচিত সভাপতি এসএম ফরহাদ আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ সঞ্চালকের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের সামনে ছাত্র আন্দোলনের চ্যালেঞ্জ ও দায়িত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আবিদ, সদ্য সাবেক শাখা সভাপতি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি এসএম ফরহাদ দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।
এই নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আগামী সেশনে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
এসআর
মন্তব্য করুন: