[email protected] সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫ ১২:২৬ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে এ সিদ্ধান্ত নেন।

উপাচার্য সালেহ হাসান নকীব জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পোষ্য কোটা কার্যকরভাবে বাতিল করা হবে।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে কোটা বাতিলের নোটিশ দেওয়া হবে। দায়িত্ব পালনকালে এই কোটা আর পুনর্বহাল করা হবে না।”

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন।

এতে দুই উপ-উপাচার্যসহ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। বিশেষ প্রয়োজনেও কাউকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি আটকে থাকা ব্যক্তিরা খাবারও খেতে পারেননি।

আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে রবিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কার্যকর করা হবে।

রাত সোয়া ৯টায় উপাচার্য সালেহ হাসান নকীব প্রশাসন ভবনে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ জন প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আলোচনা করেন। রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।

ঘোষণার পর রাত ৯টা ৫০ মিনিটে অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা মুক্ত হন। আন্দোলনকারীরা প্রশাসনের এ সিদ্ধান্তকে বিজয় হিসেবে দেখছেন। পরে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখানোর উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর