৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া চাকরিপ্রার্থীরা আবারও নিজেদের অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে তারা জড়ো হন।
গত সোমবার প্রকাশিত দ্বিতীয় দফার গেজেটে ১৬৮ জন চাকরিপ্রার্থীর নাম বাদ দেওয়ার পর থেকে এ প্রতিবাদের সূচনা হয়।
অভিযোগ উঠেছে, বাদ পড়াদের মধ্যে অন্তত ৭১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের, যারা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী।
এর আগে ১৫ অক্টোবর প্রথম দফায় প্রকাশিত গেজেট থেকে ৯৯ জনকে বাদ দেওয়া হয়েছিল।
এদের মধ্যে ৪৫ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেননি এবং বাকি ৫৪ জনকে সরকারের সিদ্ধান্তে বাদ দেওয়া হয়।
দ্বিতীয় দফার গেজেটে আরও ১৬৮ জনকে বাদ দেওয়ার ফলে বর্তমানে ২২২ জন উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগদান করতে পারছেন না।
প্রত্যাখ্যাত চাকরিপ্রার্থীরা বলছেন, তাদের নাম বাদ দেওয়ার বিষয়টি অবিচার। তারা দ্রুত সমস্যার সমাধান এবং ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: