প্রায় ১৪ বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় এই সম্মেলন শুরু হয়।
২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল পদে নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সারাদেশের সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভোটের মাধ্যমে জাহিদুল ইসলামকে কেন্দ্রীয় সভাপতি এবং নুরুল ইসলাম সাদ্দামকে সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নেতৃত্বে নতুন ধারার সূচনা হবে।
দীর্ঘদিন পর এমন একটি বৃহৎ সম্মেলনের আয়োজন কর্মী ও সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।
এসআর
মন্তব্য করুন: