[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে কিছু বই, বাকির জন্য অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৫ ১:০৩ এএম
আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১:০৪ এএম

ফাইল ছবি

নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই হাতে পাওয়ার উৎসব শুরু হলেও অনেকেই পুরো বই পাবে না।

বছরের শুরুতে সব শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্য থাকলেও পাঠ্যবই ছাপানোর কাজে বিলম্ব হওয়ায় এই লক্ষ্য পূরণ সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে হতাশা এবং সরকারের উপর সমালোচনার ঝড় উঠেছে।

প্রাথমিকে তিন শ্রেণির শিক্ষার্থীরা পাবে আংশিক বই

প্রাথমিক পর্যায়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির কিছু বই প্রস্তুত হয়েছে। এনসিটিবি সূত্রে জানা গেছে, বাংলা, ইংরেজি এবং গণিত—এই তিনটি বিষয়ের বই বেশিরভাগ স্কুলে বিতরণ করা হবে। তবে বাকি বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিন অপেক্ষা করতে হতে পারে।

চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে জটিলতা বেশি

চতুর্থ ও পঞ্চম শ্রেণির অধিকাংশ বই এখনো ছাপানো শুরু হয়নি। কেবলমাত্র কিছু উপজেলায় আংশিক বই বিতরণ করা হতে পারে। এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু জানান, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই পুরোপুরি ছাপাতে আরও কিছু সময় লাগবে।

মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য সীমিত বিতরণ

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা আংশিকভাবে দুই-তিনটি বই হাতে পাবে। তবে সব অঞ্চলে বই পৌঁছানো সম্ভব হবে না বলে জানান এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক হাফিজুর রহমান।

দশম শ্রেণির বই বিতরণে অগ্রাধিকার

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য দশম শ্রেণির বই বিতরণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর সহায়তায় ইতোমধ্যে এক কোটি বই বিতরণ করা হয়েছে। তবে মোট বইয়ের ২০ শতাংশও এখনো বিতরণ সম্পন্ন হয়নি। আশা করা হচ্ছে জানুয়ারির মাঝামাঝি দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রয়োজনীয় বই পাবে।

অষ্টম ও নবম শ্রেণিতে বই পেতে দীর্ঘ অপেক্ষা

অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে কোনো বইই পাবে না। এই দুই শ্রেণির বই ছাপানোর কাজ চুক্তি দেরিতে হওয়ায় বিলম্বিত হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, “বই ছাপা এবং বিতরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অল্প সময়ের মধ্যে ধাপে ধাপে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হবে।”

প্রথম দিনের উৎসবের মধ্যেও শিক্ষার্থীদের অপূর্ণতা এবং বই পাওয়ার জন্য অপেক্ষার এই চিত্র শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর