ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সমমর্যাদায় একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় একটি চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্বে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান।
কমিটিতে সদস্য হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান। এ কমিটি আগামী চার মাসের মধ্যে কাজ শেষ করবে এবং সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদায় একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়ন করবে।
সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের প্রক্রিয়া বিবেচনা করবে। কলেজগুলোর স্বতন্ত্র সত্তা বজায় রেখে তাদের জন্য একটি নতুন কাঠামো প্রস্তাব করবে।
ছাত্র-শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে কাঠামোর রূপরেখা তৈরি করবে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ চালিয়ে যাবে।
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
এ কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
অধিভুক্তির পর থেকেই কলেজগুলোর ভর্তি, পরীক্ষা এবং শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে সাত কলেজের শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছেন।
নতুন কাঠামো প্রণীত হলে সাত কলেজ একটি স্বতন্ত্র পরিচয়ে কাজ করবে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: