[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১

আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন: ২৫ জানুয়ারি থেকে কলম ব্যবহার বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪ ১:০৯ পিএম
আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১:১০ পিএম

ফাইল ছবি

বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনছে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন।

ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পরীক্ষায় নতুন নিয়ম ২৫ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে।

আগে লিসেনিং ও রিডিং পরীক্ষায় পেনসিল বাধ্যতামূলক থাকলেও রাইটিং অংশে পেনসিল বা কলম উভয়েরই অনুমতি ছিল।

কিন্তু নতুন নিয়মে লিসেনিং, রিডিং ও রাইটিং—তিনটি অংশেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহারের অনুমতি আর থাকবে না।

পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে সরবরাহকৃত কলম ব্যবহার করবেন। নিজের কলম বা অন্য কোনো সরঞ্জাম নিয়ে আসার প্রয়োজন হবে না। পরীক্ষার সময় পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া কিছু সঙ্গে আনা যাবে না।

আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী বলেন, “পরীক্ষার সময় কলম ব্যবহারের মাধ্যমে সময় সাশ্রয় হবে। পেনসিল ধারালো করা বা লেখা মুছে ফেলার প্রয়োজন না থাকায় প্রার্থীরা সহজেই পরীক্ষা শেষ করতে পারবেন। এটি পরীক্ষার স্বচ্ছতাও বাড়াবে।

ব্রিটিশ কাউন্সিলের বিপণন ব্যবস্থাপক জুবায়ের নাঈম বলেন, “নতুন নিয়মে পরীক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনে কলম ব্যবহারের অভ্যাসকেই কাজে লাগাতে পারবেন। পরীক্ষার আগের প্রস্তুতিতে কোনো বাড়তি সরঞ্জামের চিন্তা করতে হবে না।”

একাডেমিক ও জেনারেল উভয় পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য
নতুন নিয়মটি একাডেমিক ও জেনারেল মডিউল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এ পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি জানিয়েছে, এই পরিবর্তন পরীক্ষা গ্রহণের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং পরীক্ষার্থীবান্ধব করতে সাহায্য করবে। অনেক দেশেই এই নিয়ম চালু করা হয়েছে, যা বাংলাদেশেও কার্যকর করা হচ্ছে।

পরীক্ষার্থীদের এ পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর