[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

এইচএসসিতে ঢাকা বোর্ডের ৩,১৮৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪ ৪:৩৪ এএম

ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ড ৩,১৮৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে।

এর মধ্যে ৩৬৫ জন শিক্ষার্থী পেয়েছেন মেধাবৃত্তি, আর ২,৮২১ জন সাধারণ বৃত্তি পেয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

মেধাবৃত্তিপ্রাপ্তরা মাসে ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১,৮০০ টাকা সহ মোট ১১,৭০০ টাকা পাবেন।

সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা সহ মোট ৫,২৫০ টাকা পাবেন।


এই অর্থ ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে দেওয়া হবে।

জিটুপি (Government to Person) পদ্ধতিতে ইএফটির (Electronic Fund Transfer) মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। এজন্য শিক্ষার্থীদেরকে অনলাইন সুবিধাযুক্ত যে কোনো তফসিলি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে।

শর্তাবলি

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উচ্চশ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়েছে।

এই বৃত্তি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর