রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা এড়াতে সোমবার (২৫ নভেম্বর) ঢাকা কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কলেজ প্রশাসন।
রোববার (২৪ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী সোমবার কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করলে বা আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার দায়ভার কলেজ প্রশাসন নেবে না।
শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"
পূর্বাপর পরিস্থিতি:
রোববার দুপুর ২টার দিকে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলা চালায়।
এতে দুই কলেজের বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনার প্রতিবাদে সোমবার "সুপার মানডে" বা সংঘর্ষের কর্মসূচি ঘোষণা করে সাত কলেজের শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে উত্তেজনা ও সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ঢাকা কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
কলেজ প্রশাসন শিক্ষার্থীদের বাইরের কর্মসূচি ও সংঘর্ষে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।
এসআর
মন্তব্য করুন: